মুগ্ধ আকাশ,মুগ্ধ হিয়ায়
শিরশিরানি শীতল হাওয়ায়
বাজলো এস্রাজ!
ফুলেল সুবাস ছড়িয়ে দিয়ে
কাব্য প্রেমের বাগানখানি
রাঙা হলো আজ!
ইতস্ততঃ বিছানো সুরের মায়া
জড়িয়ে আমায় আগ বসন্তে,
শীতের গোধূলি বেলায় ।
আবছা রোদে তোমায় মনে পড়ে
যেমন ছিলে শেষ হেমন্তে...
শীত এসেছে __
ঝরছে শুকনো পাতা, মায়ায়!
বিবস ঠোঁট চাইছে উদাসী ছোঁয়া,
যখন বীণ উঠলো বেজে হিয়ায়।
লাল গোলাপের বনে
পেলাম তোমায়, ভালবাসায়!