কালো সাদা কথার ভাঙা খেলাঘর,
ভরা কলসীর বিলাসে মন উন্মনা।
পরিপাটি রোদে ওড়া শ্বেত পারাবত
বসন্ত বিলাপে যেন গোলাপী আদর,
দিন রাত স্বপ্ন রঙিন ॥
বোষ্টমী মালা জপা নিকোনো দাওয়া
রঙে রঙে ভরে প্রজাপতির খোঁজ।
উল কাঁটা আগোছালো শীতের দুপুর
ল্যাম্পপোস্টের আলোয় রাত-রাস্তা
ঘুমনোর দোটানায়!
চশমার আড়ালে ছানি পড়া চোখ
দংশায় আনাড়ি হাতের মৌচাকে ঢিল
উড়ো মেঘ চিঠিতে অকারণ যাপন।
কপালের বলিরেখায় প্রশান্তির ছাপ
নিরলস সুখের অনাহার।