আমি জানি না
ভালবাসা কাকে বলে।
জানি না বন্ধন কী!
তবু তুমি যখন সামনে আসো,
আমি অথৈ জলে ডুবি।
আমি চাইনি,
তবুও এনে দিলে কলস ভরা
স্বর্গীয় অমৃত।
ওসব আমার জন্য নয়।
আমি বসন্তের সুর বুঝি না।
তুমি যখন বাজাও
আমার হৃদয় হ'তে রক্ত ঝরে।
আমি ক্রমে এগিয়ে যাই
শেষের কবিতায়।
তবুও কেন যে
ভালবাসা কাকে বলে,
আমি বুঝি না।