সদর দরজাটা
খুলে রেখেছি হাট করে।
যদি আসে কোনো সুর
কিংবা একমুঠো
শীতল সম্পর্কের ঢেউ!
নদী বয়ে যায় উজানে!
সে কী চেনে
অপেক্ষার দরজাটা!
মেঠো পথে যাবার সময়
ক্ষ্যাপা বাউল
বাজিয়ে ছিল একতারা।
খোলা দরজার
কান ঘেঁষে গেল সুর ।
পৌঁছলো না অন্দরে...
অপেক্ষার দরজাটা
শুধুই কিছু পেতে চায়,
তা নয় __
অন্দরে যে আসবে
কিছু দেবার অপেক্ষায়
থাকে ধূসরিত মন ।
মন সাহারায় এখনো
সাজাই অমূল্য রতন।।