মনটা যখন
এ ফুল ও ফুল ঘোরে ___
বিন্দু বিন্দু মধু লুট করে।
সবটুকু তার
মৌচাকেতেই ভরে!!
নিজের জন্য
রাখে না এক ফোঁটাও।
জানেও না
কোন ফুলের কি মধু...
শুধু গন্ধ লোভেই ছোটে!
মনটা কবি __
কাব্য লোভে ছুটে
মধুই শুধু লোটে।
মন ভরাতে পাঠক কূলের
মৌচাকেতে লেখে
হাজার কাব্য বুলি।
ফুলে ফুলে ঢলে,
এমন মন যে গুনগুনিয়ে
গেয়ে ওঠে
কাব্য-গানের কলি!