জীবনের পথে পথে__
ছড়িয়ে ছিটিয়ে থাকা
অনেক জটিল মন্দ ঘটনার
মাঝে থাকে কিছু ভালোও ।
যার স্থায়ীত্ব ক্ষণিকের,
ভুলি সেই ক্ষণকাল।
মনে বারবার নাড়া দেয়
মন্দ ঘটনার পঙ্কিল স্রোত...
অনেক বঞ্চনার পাশে
পাই যদি এক মুঠো প্রাপ্তি...
মুগ্ধ হই ক্ষণিকের জন্য।
তারপর গড়িয়ে যায় সময়...
ভুলে যাই সেই পাওয়া;
হেরে যাওয়াটাই প্রকট হয়।
বুকে বাজে শুধু
ভ্রান্ত বিদ্রুপের সুর...
কেন যে ভালোদের স্থান
করি না দীর্ঘস্থায়ী।
কেন যে সুখের সুন্দর স্থান
দখল করে অসুখ!
কেন যে ভুলতে পারি না
যা কিছু ভুল, যা কিছু মন্দ...
মনকে করি না কেন
পরিযায়ী!!!!