যখন __
মন ছিল না মনে।
ছিল না কোনো কারণ তার।
এলে তখন তুমি।
বললে হাজার কথা,
ফুলদানিতে ফুল বাহার!

দেখেছিলাম চেয়ে...
শুধুই বুঝি তাকিয়ে থাকা।
কী জানি
চোখও ছিল না কী চোখে!!
চোখেরও আছে মন!!

মন ছিল না মনে
যতোই বলো, অগভীর যেন!
নাকি নির্বাক ছায়াছবি।
কানে বাজলো না তা কেন?
ছিলাম অন্য মনে!

তুমি চলে গেলে
খানিক নীরব থেকে!
এই কী তবে শেষ দেখা,
শেষ কথা বলা!!
চাইলে না পিছন ফিরে আর।
মন ছিল না মনে,
যখন__