ঝড় ছুটে যায়
মাটি ছুঁয়ে, মন ছুঁয়ে...
টুকরো করে
কত সৃষ্টির অহঙ্কার!
জীবন যখন
রঙিন হয়ে ওঠে,
আসে ঝড়...
দেখা যায় না তাকে
শুধুই
লীলা পড়ে থাকে।
ধ্বংস স্তুপের শরীরে
লেখা থাকে স্পর্শ!
হয়তো অমানবিক __
তবুও জানি
এরপর,
বিধ্বস্ততার পরেও
উঠে দাঁড়াতে হয় __
ঘুরে দাঁড়াতেই হয় __
নতুন করে সাজাতে,
সবকিছু...
শুরু হয় নাটক
আবারো...