শরীরে নিয়ে
অজস্র আলোক বর্তিকা
অন্ধকারে একা
জাগে উজ্জ্বল ছায়াপথ!
জোনাকির মতো
ঝকমক করে চমকায় সে !
কি জানি কী অনুভবে
এই একাকী বেঁচে থাকা!
বাঁচিয়ে রাখে পৃথিবী সহ
কোটি কোটি গ্রহ উপগ্রহকে।
অতি তুচ্ছ এই আমরাও
তার অনুগ্রহে ঘুরে চলেছি
যেন মাতালের মতো।
দিন থেকে রাত,
রাত থেকে দিন অবিরাম __
জানি না কোন অভিপ্রায়ে
কেন এই ছুটে চলা?
মহাবিশ্বের কোন মহৎ কাজে
অবিরত এই পথচলা।
কেউ জানি না।
তবুও কলুর বলদের মতোই
অন্ধকারে ঘুরে চলে
এই দুধসাদা ছায়া পথ।