আমের বাগানে
জেগেছে উৎসব!
বউল এসেছে ডালে ডালে,
মধুর সুবাস ছড়িয়ে...
তবুও কোকিলা, কেন
উদাসী আনমনা...
প্রিয়তমের একটানা কূজনেও
সে উতলা নয় আজ!
মুকুলের গন্ধে আবেশে বুঁদ!!
তবু ভীষণ নীরবতা...
এ কিসের ইঙ্গিত?
আচমকা ধেয়ে এলো ঝড়...
আবেশ ভাঙলো কোকিলার।
কী ভীষণ কালবৈশাখী!!
অসময়ে এলো.....
ঝরে পড়ছে আমের মুকুল,
ঝর ঝর করে।
গায়ে হলুদ হয়ে গেল
কোকিলার, আজ!
ঝড় শেষে,
বৃষ্টি এলো বসন্তে....
জেগে উঠলো হারানো মন!