(১)
বই মেলা
খোলা মাঠে
বই পাঠে
দিল খোলা
বই মেলা!
(২)
মেলার গন্ধ
বই-এর কদর
ক'জন বোঝে!
মেলায় গিয়ে
খাবার খোঁজে!
(৩)
মেলার বই
ছাপছে বই
ঝুড়ি ঝুড়ি!
কাকে ফেলি
কাকে পড়ি!
(৪)
আরাধনা
বিদ্যে বুদ্ধির
বৃদ্ধি চাই,
বাগ্ দেবীর
পূজা তাই।
(৫)
মেলা লেখা
লিখি মেলা
রোদ ছুঁই!
মেলা কথার
ফুটছে খই!