ঘুমের দেশে
ঘুমিয়েছিলাম কাল__
পেরিয়ে সে নীরবতা
রাত ফুরিয়ে
আবার এলো সকাল!
পাইন বনে চলেছে
মেঘের লুকোচুরি খেলা!
থোকা থোকা কুয়াশারা
উদাসী আনমনা,
আকাশের রং করেছে
চুরি!
যেন কতই বাহাদুরি!
ছেঁড়া ছেঁড়া মেঘ
ঘরে উঁকি দিয়ে
জাগায় আমার ঘুম!
মনটা তখনই হারায়
পেয়ে মেঘের চুম!