এক শীতের সকালে
এক আকাশ মেঘের পালক
কে যেন ছড়িয়ে দিয়ে গেল!!
সবে মাত্রই উঠেছে
শীতকালীন ঘোলাটে সূর্যটা।
ঝুরো মেঘ দেখে খুশি খুউব!
শুরু হলো খেলা __
হাসিতে খুশিতে লুকোচুরি!
ছায়া রোদে আত্মহারা আমি!
গাছের পাতায় যে
ভিজে রোদ্দুর ঝিলমিল সুর...
প্রকৃতি মেতেছে মেঘ শীতে!
আনন্দ আকাশেও।
কখনো মেঘ কখনো রোদ্দুর।
ক্লান্তি নেই লুকোচুরি খেলায়।