কঠিন বাস্তবকে
মেনে নিতেই হবে জানি।
মা, তুমি আজ নেই,
এ পৃথিবীর কোনোখানে!
তবু মনে হয় __
তুমি আছো পাশে পাশে,
আমার চলার পথে...
আমার আজীবন
স্বপনে জাগরণে অনুক্ষণ
তোমার স্মৃতির সান্নিধ্য
থাকুক অনুভবে...
অন্য জগতে
জানি না কোথায় আছ!
যেখানেই থেকো
ভালো থেকো "মা"।।