কোথা থেকে যেন
'অনীহা' নামক এক রোগ
ছেঁকে ধরেছিল আমাকে।
মস্তিষ্কের চলন প্রায়
বন্ধ হয়ে যাওয়ায় জোগাড়!
বোবায় ধরেছিল
বেয়াক্কেলে কলমটাকে!
এই সুযোগটাই খুঁজছিল
ভার বোঝাই মনটা।
প্রায় চির নিদ্রায় যাওয়ার
তোড়জোড় করছিল।

এই সময়ে নিভে যাওয়ার
আগের প্রদীপের মতো
দপ্ করে জ্বলে উঠলাম!
"আরে থাম্!!!"
লিখি আর না-লিখি,
বাঁচার ইচ্ছে আছে এখনো
ষোলো আনা।
অনেক রোগের সাথেই
নাহয় জোড়া থাক্ 'অনীহা'!
এভাবেই জারি থাকুক
মনের লড়াই!