যখন __
সোনা রঙে ভরে যায়
অমলতাস ।
চেনা ফুল গুলোয়
রক্তিম হয়ে ওঠে বনানী ।
টিয়া রঙ গায়ে মেখে
ঝিলমিল করে কিশলয়
বুড়ো অশত্থের ডালে।
ডাক দিয়ে যায় যৌবন...
তখন __
তুমি কবিতা হয়ে যাও!
আমি কলম ধরিনি কখনো,
কেউ শেখায়নি লিখতে।
আমি শুধু বনে ঘুরে ঘুরে
লাকড়ির কাঠ জোগাড় করি।
আঁকড়ে ধরে থাকি!
সূর্য ডুবে গেলে ___
পাখিরা ফেরে বাসায়,
আকাশ ভরে তারায়,
ফিরে আসি মায়ের কাছে।
মা ঐ লাকড়ির কাঠি জ্বালায়,
ভাত রান্না করে ___
আমি দেখি ভাতের ধোঁয়ায়
তোমার মুখ!!!
আবছা হয়ে যায় চোখ!
এলোমেলো ধোঁয়ায়
কবিতা বুঝি পথ হারায়!