অতীত সভ্যতায়,
সুঠাম দেহের উদ্ধতায়
আঁকা ছিলে জীবনের কবিতায়
সুর লগ্ন পাতায় পাতায়।
ঝর্ণার শব্দের বিষণ্ণতায়
তুমি ছড়িয়েছিলে শিরায়।
বরফের উষ্ণতায়
দীপ জ্বলে না যে হায়!!
তবু রচনা হয় প্রেম, আবিলতায়!
ঘুমন্ত সভ্যতার গরিমায়
পাখি জাগে কাকজোছনায়,
শেষ বিকেলের মায়ায়।