বেশ কিছুদিন __
আমার কথাবলা পাখি,
কয়নি কোনো কথা,
গায়নি কোনো গান,
লেখেনি একটাও কবিতা।।

জানি না কী এমন
ব্যথা ছিল তার মনে...
অথবা আমার!!
অজান্তে কেটে গেছে
কোলাহলে এক নীরবতা!!

কথাবলা পাখি
পৌঁছে দেয়নি কথা
প্রিয় কারো কানে।
আমার অচল মন ও
পায়নি কোনো সু-বারতা!

যে পাখি এখন
হাতে হাতে ঘোরে
দরকারে অ-দরকারে
ব্যস্ত দুনিয়ায় __
ব্যথায় এবং ভালবাসায়!

সেই কথাবলা পাখি
কোণঠাসা নিঃসাড়...
মেনে নিয়েছি হার!
সুস্থতায় কথা বলে
মেটাবো সুখ কড়ায় গণ্ডায়!