অনেক আবেগ ভরে
লিখেছি যে কথাখানি __
রইলো পড়ে অগোচরে,
সেই কথা ও সুরে বাঁধা
এক নেপথ্য কাহিনী।
যদি কিছু থাকে বাকী __
কুয়াশা ভরা আড়ালে
যদি থেকে থাকে ফাঁকি,
নিজ গুনে সাথে রেখো।
ভেবো না তা মেকি!
তব সুদীর্ঘ বিরহ কালে
খুঁজে নিয়ে কোনও এক
শুভক্ষণ অমৃত যোগে।
জেনো এখনও অনাঘ্রাত
আমার শূন্য এ হাতখানি।