স্যাঁত স্যাঁতে এক গদ্য দুপুর।
কোথাও কী বৃষ্টি হলো!
ঘুরপাক খায় এলোমেলো
শব্দগুলো।
লিখে ফেলি যা ইচ্ছে তাই...
কেউ কি হাততালি দেয়?
বেশিরভাগই এড়িয়ে যাওয়া
পছন্দ করে।
নয়তো আমি চাঁদের হাটের
মধ্যমনি, কাব্য ঘরে।
লিখতে আমি ভালোবাসি,
তাই তো আসি।
সাজিয়ে কলি ঝুলিয়ে ঝুলি,
বাজাই বাঁশি!
এইটুকুতেই সুখী আমি,
যখন তখন থমকে দাঁড়াই।
আমি যে কমদামী।
সবার শেষে সবাইকে
ভালবাসা দিই এক সমুদ্দুর।