আজ মেঘলা আকাশ...
সাথে পাগল হাওয়ার ছন্দ!
বৈশাখের খর তাপ নেই।
বড় সুন্দর সাজে
সেজেছে প্রকৃতি ।
মাঝে মাঝে রিমঝিম বৃষ্টি...
কোথায় যে হারিয়ে যাচ্ছি...
মনে হলো __
অনেক দূরে ফেলে এসেছি
বিভীষিকাময় দিনগুলো!
যেন কতদিন পর
তালাবন্ধ মনের মুক্তি!
মনে হলো বারিধারায়
ধুয়ে মুছে গেছে
যত জীবাণুর দাপট!
থেমে গেছে মৃত্যুর স্রোত!
থেমে গেছে
অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ!
জানি, এ আমার কল্পনা!
তবু মনে হয় __
প্রকৃতি কি পারে না
এক সুন্দর আবহাওয়ায়
সারিয়ে তুলতে
পৃথিবীর অসুখ !!!