বাজারের থলের
বারান্দা থেকে ঝুলে আছে
লাউডগার আকর্ষ।
গলদঘর্ম সব্জি আধ সেদ্ধ,
আমার মনের যুদ্ধের মতো।
সাপের মতো
কিলবিলে কথার লাইনের
ফাঁক গলে ফাঁকিবাজি!
ফণা তোলার হিম্মত
ছক কাটা লুডোর বোর্ডেই!
গুড়ের মধ্যে টোপা কুলের
গড়াগড়ি __
মাখো মাখো সম্পর্কের দই!
টইটম্বুর তেলে মনের বড়া __
কিংবা লাউ শাকের চচ্চড়ি!
জীবনটা এখানেই শেষ নয়।
একটার পর একটা ঘরের
চাবি খুলি __
কিংবা বাক্সের ভিতর বাক্স!
শেষ বাক্সে হারানিধি!