বিকেলের নেশেল হাওয়ায় __
হাজার কথার ঝক্কি
বইতে বইতে ক্লান্ত হলাম যখন __
সন্ধ্যা নামলো ধীরে
জোনাকির ঝালর ঘিরে।
সেই অবসরে
ড্রইংরুমে ফুলদানিতে আলগোছে
কথার দায়ভার দিলাম সাজিয়ে।
হারিয়ে যাওয়া
একলা আমি মেতে ছিলাম তখন
চাঁদের আয়নায় ।
শেষ শ্রাবণের রাতের মায়ায়
সুর ও ছন্দে মশগুল হয়ে উঠলো
রাশি রাশি কথার মেঘ__
এক বিরহী কবিতার মতো!