রোদ যখন
ঝরেছিল ঝরঝরিয়ে __
ছোট্ট কচুপাতা
একলা সূর্য মাখছিল গায়ে!
মগ্ন ছিল লিখতে কবিতা
আলোয় আলোয়__
ভাসলো মুগ্ধ নতুন বছর
সৃষ্টির আনন্দে!
কচি কচি চিকন পাতাগুলি
ভিজলো রোদ্দুরে।
ছোট্ট পাতার ছোট্ট কবিতাটি
রোদ্দুরে মশগুল হলো
একা একাই।