হে কবি,
তোমার গানে গানে এখনো
তুমি মুখরিত __
তোমারই লেখায় মুগ্ধ তুমি।
তুমি জীবন্ত আজও
তোমারই শিল্প কলায়।
তোমার জন্মলগ্নের স্মৃতিতে
আজও শঙ্খ বাজে___
নূতন হয়ে দেখা দেয় যেন
তোমার জন্মের ক্ষণ ।
তুমি বেঁচে থাকো বাংলায়
তথা বিশ্বের আঙিনায়।
তোমার জন্ম জয়ন্তী
প্রতি পঁচিশে বৈশাখ সাজায় !