বই পড়ি
খেলা করি
আহা মরি!
ছোটবেলা মিস্ করি।
ফুল কলি
চেনে অলি।
বুলবুলি
গান গায় মন ভরি!

জল পথে
মাঝি সাথে
সুর গাঁথে
পালতোলা তরীগুলি।
হবু কবি
লেখে ছবি
হাবিজাবি
প্রাণ ভরে সুর তুলি!!