বৃষ্টি ভেজা
শ্যাওলা দাওয়ায়
সৃষ্টি ব্যথার
মন্দ-ভাল কথায়
হড়কে পড়ে
চলতি জীবন রেখা।
প্যাঁচ জানলে
বহাল বেঁচে থাকা।
এই তো জীবন ওষ্ঠাগত।
বাঁচার জন্য খুঁজছি ছুতো।
পিছন ফিরে সামনে দেখা।
হোঁচট খেয়ে হাঁটতে শেখা।
টক আঙুর ধরিয়ে হাতে,
নষ্ট সমাজ মুণ্ডুপাতে __
কানা চোখে লাগিয়ে ঠুলি
শেষ পথটা খুঁড়িয়ে চলি॥