মনে বাঁধে যখন
হাজার কথার বাসা __
জমতে জমতে কলমের কালি
বিস্ফোরক হয়!
তবুও ভেবে পাই না __
কী লিখি তোমায়!

অক্ষরগুলো ছটফটিয়ে ওঠে।
এতোই ছটপটে ওরা __
বাক্য হয়ে উঠতে গিয়েও
এলোমেলো হয়।
ওঠে ঝড়!

সে ঝড়, শূন্য পাতায়
আছড়ে পড়তে গিয়ে __
চুরমার হয় ব্যথায় ব্যথায়.....
হয়তো হয় বিধ্বংসীও।
তরলিত ভাবনায় আর লেখায়
যুদ্ধ বাঁধে...

অধিকাংশ যুদ্ধে
সন্ধি হয় না নিশ্চিত...
লেখার পাতা শূন্যই রয়ে যায়।
কী লিখি তোমায়!