সত্যিটা ভালো
মিথ্যেটা মন্দ!!
যেথায় দেখি টাকা-ছন্দ
মিছেই খুঁজি খানাখন্দ!!

মন্দকে ভালবেসে
হেঁচে এবং কেশে
মিথ্যেতে মেলে সুখ-গন্ধ,
বিচার যেথায় ডাহা অন্ধ।

মুখটা রেখে বন্ধ
ঘুচিয়ে সব দ্বন্দ্ব
কালের স্রোতে কর আনন্দ
ছড়িয়ে ছড়ায় জয়ের গন্ধ!