ফুলে ফুলে সেজেছে বন
আজ এ বসন্তের বেলায়।
মৌমাছি গুন গুন গেয়ে,
সাথে মেতেছে খেলায়।
পলাশ শিমুল কৃষ্ণচূড়া
আর রাতের মল্লিকা।
দুলে দুলে ওরা কথা কয়
কেউ তো থাকে না একা!
সরোবরের ঐ পদ্ম বনে
প্রেম খেলায় ভ্রমর মাতে
লুকোচুরি খেলে ফড়িং
যত শালুক ফুলের সাথে!
কত পাখিদের কিচিমিচি,
ওড়াউড়ি আর ব্যস্ততা।
গাছে গাছে বাসা বাঁধার
এসেছে যে এক বারতা।