খুচরো গল্প (একুশ শব্দের কবিতা)

বর্ষায়
রাত পোকাদের
বড়ই বাড় বাড়ন্ত!
ঘরের পাশে
জলা জমিটায়
ওদের জন্ম সুখ!!
বৃষ্টি একা আসে না,
পোকাদের সাথে
গল্প পাঠায়...