আজ হঠাৎ
ঝোড়ো হাওয়ার সাথে সাথে
বৃষ্টির আবেগ!
দৌড়ে এলাম ছাদে __
ঝড়ো হাওয়ায় ছিঁড়ে গেছে
কাপড় শুকোতে দেবার দড়ি।
দেখি অবাক চোখে__
ভিজে জামা কাপড়গুলো
সার দিয়ে শুয়ে আছে নিথর।
যেন এক একটা চরিত্র...
মুখ থুবড়ে পড়ে আছে
যে যার অবয়বে ।
ওরা কারা??
একই দড়িতে গাঁথা চরিত্ররা,
আমার চেনা মানুষের দল!
ঝড়ে বৃষ্টিতে ভিজে
একাকার ওদের খোলস __
কতগুলো চেনা মুহূর্ত
অচেনা ভঙ্গিতে!
আমি স্থির দাঁড়িয়ে।
ভিজছি আর অপলক দেখছি,
ওরা কী অসহায়!
অথবা আমি!!