এক শীত মধ্যাহ্নে
প্রকৃতি সেজেছে মিষ্টি আলোয়।
টুনটুনি বুলবুলি
গান ধরেছে মধুর মধুর...
রোদ্দুরে পিঠ দিয়ে উপভোগে
মগ্ন আমি।
মোবাইলে কবিতা রচনায়
খেলছে আমার ডান হাতের
অস্থির আঙুলগুলো।
হঠাৎ এই শীতে
ডেকে উঠলো কোকিল...
অন্যমনস্ক হয়ে ওঠে মনটা!
মনে পড়ে গেল তোমাকে।
কোন আঁধারে লুকিয়ে আছো?
তোমাকে আমি খুঁজি__
ভরা শীতে যেমন খুঁজে চলছি
পাতার ফাঁকে ফাঁকে
ঐ বসন্তের কোকিলটাকে...