খেলা__
সে তো চলছে...
চলবে এবং চলবেই!
শুরু থেকে শেষ
খেলা চলে ঘনঘোরে!
সে যে হাত পা নেড়ে
শুরু বোবা হাসি কান্নায়।
পরে খেলনায় __
আর সঙ্গী হলে মন্দ নয়!
খেলা খেলার
পাঠ শিক্ষার মাঝে,
গড়ে নিজেকে
নিজেরই ছত্রছায়ায়!
যেন ভোরের সূর্য খেলা!
মধ্য গগনে,
প্রখর হও আপন তাপে!
জাহির করো...
জেতার খেলায়
মত্ত থেকো নিজেই!
জুটিয়ে সাথী
হও যে পাগলা ঝোরা ।
শেষের খেলা__
ভয়ঙ্কর সুন্দর!
নিজেকে জিইয়ে রাখা
যেন দরকার!
মায়ায় ছায়ায় ঘিরে __
গোলপোস্টের জালে।
সাঙ্গ হবে খেলা
নীরবে সন্ধ্যা-নীরে!