খেলা শুরু হয়,
শেষও হয় নিয়ম মেনে।
খেলা শেষে
যে যার মতো গন্তব্যে ফেরে
খেলোয়াড়েরা।
আমিও চলে যাব একদিন!!
ফিরতেই হবে গন্তব্যে ।
তবে সেই ঠিকানা অজানা!
খেলার মাঝপথে
ফেরারী কি হওয়া যাবে?
কেউ জানি না উত্তর।
আকাশের যত তারা ___
ওরা কি কোনো দিন ফেরে?
মনে হয় না
ওদের গন্তব্য আছে!
ওরা থেকে যায় একইভাবে।
ওদের খেলায় শেষ নেই।
তারারা, সুখে থেকো।
আমি যেন চলে গিয়েও
থেকে যাই সুখে__
খেলা শেষে।
তোমাদের ভালোবেসে!