১)খেলা

খেলছ খেলা
জীবন ভোলা।
খেলার মেলা,
দোদুল দোলা
নাগরদোলা!!


২)কথা

হাজার কথা,
জনম ব্যথা _
কোথা শ্রোতা!
শীতের কাঁথা
সুখ বারতা!!