মমতাহীন প্রচণ্ড চামুণ্ডা
জাগবে অষ্টমী আর নবমীর
সন্ধিক্ষণে!
জীবনী শক্তির প্রতীক
একশো আট পদ্ম
আর একশো আট মাটির দীপ
আজকে পূজার অর্ঘ!
চামুণ্ডার চৈতন্য কী হবে এতে!
পৃথিবীর কষ্ট ঘুচবে কি?
তবে কেন অন্ধকার এখনও
কুমোর পাড়ায়,
যারা গড়ে একশো আট
মাটির প্রদীপ!
কেন অন্ন জোটাতে হিমসিম
যারা জলে ভেসে তুলে আনে
একশো আট পদ্ম কুঁড়ি!
প্রশ্নটা থেকে যায় মনে।
উৎসবটাই সেরার সেরা শুধু!!
সন্ধিক্ষণে কে জাগে!!!!!