কালবৈশাখীর দুরন্তপনা
পছন্দ নয় কারোর।
তবু সময় পেরিয়ে গেলে
মন বলে __
'কেন সে এলো না এখনো'!
দুরন্ত ঝড়ে
বাসা ভাঙেনি কোনো।
ছানারা বাড়ছে নিশ্চিন্তেই।
ওড়েনি বাড়ির চাল।
তবু ঝড়ের শেষে বৃষ্টি চাই...
জলের আশায়
আকাশে উড়ছে চাতক।
গাছের ফলও চাইছে বুঝি
বৃষ্টি হোক এবার।
ফলেরা মিষ্টি হবে তবে।
এবং ___
দাবদাহ থেকে মুক্তি পাক
জীবন!