চশমার আড়ালে
যতই থাক্ চোখের জল,
পিছন ফিরে তাকাতেই হবে যে...
চোখের কাজল
মুছে ফেলো না ও জলে।
বড্ড খারাপ দেখাবে তোমায়...
অভিমান শুধু
একান্ত তোমার ব্যক্তিগত।
বুঝতে পারে না যেন অন্য জন...
কেন যে কাঁদো!
এক সমুদ্র উত্তাল জলে
অশ্রু কণার কী দাম আছে বল...