এই তো সেদিন __
দেখেছিলাম সদ্য পাপড়ি মেলা
একটি ফুল!
নব রবির কিরণে
খুব উজ্জ্বল দেখাচ্ছিল তাকে!

কী এক কাব্যিক পেলবতা ছিল
পাপড়িতে।
অপরূপ ছন্দও ছিল।
শিশুর মতো হাসছিল তার চোখ।
খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল।
মনে হচ্ছিল সে যেন
অনেক দিনের চেনা আমার।
এমনকি সেই পরিবেশটাও...

আর আজ!!
বদলে গেছে সব কিছু কখন যেন!
বদলে গেছে আমার কবিতা।
আমার আদরের সাজানো কবিতা।