উৎসবের পরেও থাকে
অন্য আর এক উৎসব!
নিরন্নের উৎসব __
মানবতাহীনতার উৎসব __
সংগ্রামের উৎসব __
কার্তিকের ঘ্রাণ
থাকে না সেখানে!
অভুক্ত উলঙ্গ শিশু
কখন যে পথের সেই যিশু!
রাস্তা পারাপার করে
অবলীলায়...
মানুষ হয়ে ওঠে রংমশাল _
জ্বলে ওঠে।
খসে খসে পড়ে আবরণ !!
শুধু কাঠামো
দাঁড়িয়ে থাকে ঠায়।
শুকনো চাষের জমিতে __
বন্ধ কারখানার দরজায়
শুরু হয় অন্য উৎসব!
মিছিলের উৎসব ___
আত্মহত্যার উৎসব __
মৃত্যুর গন্ধের উৎসব ___
তবু কেন যেন
কার্তিকের চাঁদ
ছেঁড়া মেঘের আড়ালে
কাব্যিক,
নির্বিকার সুন্দর !!!!