এখন আর চিনতে পারি না ওকে,
ঠোঁটে ঝোলানো হাসি অমলিন!
অনেক কাছাকাছি থাকি,
যেন ছোঁয়া যায় সবসময়।
কথা বলার শব্দগুলো,
আবেগ মথিত করে শিরা উপশিরা।
তবু মনে হয় অন্য দ্বীপের বাসিন্দা।
মাঝখানে দূরত্বের মহাসমুদ্র!
দূরে থাকা অস্পষ্ট অবয়ব,
অনেকটা অচেনা।
অথচ আরও সুমিষ্ট হয়েছে
ওর গলার স্বর।
খেয়াল রাখে আমার,
আগের থেকেও বেশি।
আগের থেকে অনেক সুখী আমি!!
তবু, কোথাও যেন একটা ফাঁক
অনুভব করি।