এখনো
কিছু কিছু জানলা আছে
যা খোলা হয়নি কোনোদিন।
পাল্লার পরতে পরতে
রহস্যের ধুলো
কিছু বলতে চায় যেন।

খুললে হয়তো
পাওয়া যাবে পুরোনো স্বর!
হতেও পারে __
আচ্ছন্ন করে ফেলবে
এক ঝলক মধুর হাওয়া__
ফুলের গন্ধ।

কিংবা জানলার
ওপার থেকে ভেসে আসবে
ইতিহাসের শেষ কথা;
সভ্যতার গরিমা!
অব্যক্ত ব্যথার মোচড়ের
কলরব!

আমি কান পেতে রই
সেই রহস্যময় জানালায়...