'গ্যালো গ্যালো' রব উঠেছে
উঠেছে গুজবের ঢেউ।
কিসের 'রব' কেন রব তাও
কী জানে কেউ!
বাড়তে বাড়তে ছড়ায় কথা
দাবানলের মতো।
বাসন-কোসন, পয়সা কড়ি
সামলায় লোকে যতো,
তবু ভয়েই থতমত!
অনেক জল ঘোলা হলো,
চুনোপুঁটিরা কাদায় ম'লো
রাঘব বোয়াল হাত ধুলো _
গুজব তবু বহাল রইলো।