কালের পিঠে পা __
ত্রিভঙ্গ ভঙ্গিতে নাচে ত্রিকাল!
দুন্দুভি করছে নিনাদ!
পুরুষ প্রকৃতি হয়েছে জাগ্রত।
বসন্ত সেজেছে শিমুল পলাশে।
কাল হারায় কাল সিন্ধুতেই__
বিরহী কৃষ্ণচূড়া বুনো হয়ে ওঠে।
হয়ে ওঠে তেজদীপ্ত লাল!
কাল রয়ে যায় কালের গর্ভে।
ঋতুরাজ ভরাও প্রেমের পাত্র!
এসো বন্দিত কাল!