লিখতে বসেছি কবিতা __
একটা মশা অনেকক্ষণ ধরে
ঘুরঘুর করছে __
আমার কানের পাশে
নাকের কাছে।
বিরক্ত হয়ে মারলাম থাপ্পড়!
আধমরা হয়ে পড়ে গেল।
কী মুশকিল!
ও যে এখনও নড়ে চড়ে!
বেঁচে ওঠার কী চেষ্টা।
বাতাস পেলেই
আবার উড়বে এবং
কামড় বসাতে আসতে পারে!
ওটাই যে ওর কাজ__
খালি রক্ত চোষা।
ছড়াবে ম্যালেরিয়া বা ডেঙ্গি
ইত্যাদি ইত্যাদি।
ওরা এক একটা যেন জঙ্গি!