যুদ্ধ শেষের পরে
একটা শহর পড়ে থাকে
অন্ধকারে।
ভাঙাচোরা এলোমেলো__
ক্ষতের মানচিত্র বুকে!
প্রভু ভক্ত কুকুর
থাকে ভাঙা দরজায়
প্রভুর অপেক্ষায়।

ওরা বেঁচে আছে,
বেঁচে থাকে ধ্বংসের পরেও।
আরশোলার মত।
আর বেঁচে থাকে বীজ__
অঙ্কুরিত হবার অপেক্ষায়..

জীবন যুদ্ধের পরেও
কখনো না কখনো
বেঁচে থাকে ভাঙাচোরা
কিছু শরীর !
এলোমেলো মন...
অনেক আশা নিয়ে___
যদি কোথাও জাগে বীজ,
সৃষ্টির যন্ত্রণা বুকে!