পুজো এলো দোরে।
যাবার নামে টালবাহানা
এখনও করোনার।
কথার ছন্দ, শিউলি গন্ধ
অমাবস্যা মনে দেউটি!
তিয়াস যখন ব্যথার বুকে
হাড়িকাঠে ছাগল শোক।
নরম সরম মাটির কলসী
জল ছেটায় শবের গায়ে ।
ঠিক দুক্কুর বেলা
বেনে বৌ পাখির ডাকে
সিঁদেল চোরের মন উদাস...
শরৎ এলো হুড়মুড়িয়ে
বর্ষা তবুও কাশ ভেজায়।
দুগ্গা মায়ের মুখ ভার __
প্যাণ্ডেলে ভীড় নিষেধ।
বহাল তবিয়তে করোনা
ঠায় জাঁকিয়ে বসে এখনও...