আসবাবটার
মনের কোণে ঘুন ধরেছে।
দু একটা অঙ্গেরও
হানি হয়েছে।
মাঝে মাঝে মিস্ত্রি এসে
সারিয়ে দেয়।
আবার যে কে সেই!
স্থান হয়েছে ঘরের কোণে!
কোনো কাজে আসে না।
আবর্জনা!!!
রাখার ইচ্ছে নেই কারোরই।
তবু রয়ে যায় __
না কী রাখতে হয়!
মায়া!!!