চলতি পথ যেমন তেমন
স্বাদটা যেন কষা ।
বর্ষার পরে পটল জলবসা।
এখনও আসেনি
ভাদরের থার্ড ডিগ্রি...
চকলা ওঠা নাগরদোলা পথ!
চলছে জীবন রথ!
ইকিড় মিকিড় কথার গৎ!
কবি বিহীন কাব্য খেয়াল ।
লুটোপুটি নীল শেয়ালের
রাজা হবার বড্ড বেশি শখ!
সমালোচনার জালে
বুক করে ধক্ ধক্...
চাটে পুঁটি মাছের টক্!
বেজায় খুশি কবি ভায়া।
কাব্যে যে তার মায়া।
লেখে আর কলম চিবায়,
মাথা মুণ্ড কী যে লেখে ছাই!
পায় না খুঁজে থই।
তবু তার চলার পথে চাইই
ধিন্ তানাক ধিন্
একশো আটটি বই।